কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে-২১
কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে-২১। রংপুর বিভাগীয় এ অডিশন পর্ব অনুষ্ঠিত হয় কুড়িগ্রামের আলহাজ আজিজুল হক উত্তরপাড়া জামে মসজিদে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আবু সুফিয়ান এবং প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা কারি নুরুজ্জামান কাসেমী।
অডিশন শেষে জাহিদ হাসান, তরিকুল ইসলাম, মোতাছিম বিল্লাহ্ ও মাসুম বিল্লাহ্ ইউসুফকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়।