মহালয়া উপলক্ষে মানিকগঞ্জে সংগীতসন্ধ্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/25/manikgonj-mahalaya.jpg)
মানিকগঞ্জের শিববাড়ী মন্দিরে গতকাল শনিবার রাতে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহালয়া পালিত হয়। ছবি : এনটিভি
সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহালয়া উপলক্ষে মানিকগঞ্জের শিববাড়ী মন্দিরে গতকাল শনিবার এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, মহালয়া নিয়ে একমাত্র ঢাকার ঢাকেশ্বরী মন্দিরেই উৎসব হয়ে থাকে। তবে এবার ঢাকার বাইরে মানিকগঞ্জের তবলা বাদক শ্যামল কর্মকারের উদ্যোগে শিববাড়ী মন্দিরের সার্বিক তত্ত্বাবধানে ‘তবলা তীর্থ’ এ মহালয়ার আয়োজন করে।
নানান ভক্তিমূলক গান পরিবেশনার মধ্য দিয়ে চণ্ডীপাঠ পাঠ করা হয়। মূলত সপ্তমী পূজার ঠিক ছয় দিন আগে মহালয়া পালন করা হয়ে থাকে।
হিন্দুশাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবী দুর্গার মর্ত্যে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে পৃথিবীবাসীর গোটা বছরটা কেমন কাটবে। এ বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। আর উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার অর্থ শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।