ফিতরা সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৬৫০ টাকা
এবার ঈদুল ফিতরের সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৬৫০ টাকা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ বুধবার দুপুরে ফাউন্ডেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আবদুস সালাম জানান, আর্থসামাজিক অবস্থা ও দ্রব্যের বর্তমান বাজারমূল্যের ওপর ভিত্তি করে আজকের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিত্তবানরা ইচ্ছা করলে এক হাজার ৬৫০ টাকা পর্যন্ত ফিতরা দিলে তা আদায় হবে।