আপনার জিজ্ঞাসা
বৃষ্টিতে ড্রেনের পানির ছিটাযুক্ত কাপড় পরে কি নামাজ হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৬৩তম পর্বে চিঠিতে বৃষ্টির ময়লা পানির ছিটাযুক্ত কাপড় পরে নামাজ হবে কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমাদের গলির পাশ দিয়ে ভাঙা ড্রেন আছে। ড্রেনের পানি রাস্তায় উঠে যায়। বৃষ্টির সময় পানিতে রাস্তা ভরে যায়, সেই পানির ছিটা পায়ে বা কাপড়ে লাগলে কি সেই কাপড় পরে নামাজ হবে? আমার স্বামী বলেন, বৃষ্টির পানি পবিত্র। তাই কাপড় না বদলে তিনি নামাজ পড়েন। আমার খুঁতখুঁত লাগে যে আমার স্বামী সেই কাপড় পরেই বিছানায় শুয়ে পড়েন। তাতে কি আমার নামাজের সমস্যা হবে?
উত্তর : এটি আপনার একটি অসওয়াসা বা শুচিবায়ুর মতোই মনে হচ্ছে। এ ক্ষেত্রে আপনার সালাতের কোনো অসুবিধা হবে না।
আর আপনার স্বামীর কাপড়ে যদি দু-এক ফোঁটা পানির ছিটা পড়ে এবং তিনি যদি তা বুঝতে না পারেন কোথায় পড়েছে, তাহলে তারও নামাজ হয়ে যাবে।
তবে তিনি যদি নিশ্চিত হন যে একেবারে ড্রেন এবং নাজাসাতের মধ্যে রয়েছে, তাহলে এটাকে ধুয়ে নেওয়া উত্তম। যেখানে লাগবে, সেটুকু ধুয়ে নিলেই হবে। সে ক্ষেত্রে ধোয়ার পর সেই কাপড় পরে তিনি বিছানায় শুলেও স্ত্রীর নামাজের কোনো সমস্যা হবে না।