আপনার জিজ্ঞাসা
মানত ভঙ্গের উপায় কী?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড.মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পঞ্চম পর্বে টেলিফোনে মানত ভেঙে ফেলা সম্পর্কে উত্তরা থেকে জানতে চেয়েছেন হাসিনা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার এক আত্মীয় বিপদে পড়ে মানত করেছিলেন যে সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়েই যাবেন। কিন্তু এখন তাঁর জন্য এটি কষ্টকর হয়ে যাচ্ছে। এই মানত থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি না?
উত্তর : তিনি ‘কাফ্ফারাতুলিয়া ইয়ামিন’ দেবেন, অর্থাৎ কসমের যে কাফ্ফারা আছে, সে কাফ্ফারাটুকু আদায় করে দেবেন।
কসমের কাফ্ফারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ১০ জন মিসকিনকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করা অথবা ১০ জন মিসকিনকে পোশাক দেওয়া অথবা একটি গোলাম আজাদ (মুক্ত) করা।
আর যদি এগুলো না পেয়ে থাকে কেউ, তাহলে তিনি একাধারে তিন দিন সিয়াম পালন করবেন। এটি হচ্ছে কসমের কাফ্ফারা। এই কাফ্ফারা আদায় করবেন তিনি।