আপনার জিজ্ঞাসা
হজে যাওয়ার স্বপ্ন দেখলে করণীয় কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পঞ্চম পর্বে টেলিফোনে হজে যাওয়ার স্বপ্ন দেখলে কি করণীয়, সে সম্পর্কে ঢাকা থেকে জানতে চেয়েছেন সুরাইয়া। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার ভাই মাঝেমধ্যে স্বপ্নে দেখে যে সে হজে যাচ্ছে। এ ক্ষেত্রে করণীয় কী।
উত্তর : করণীয় কিছুই নেই। হজে যাওয়ার স্বপ্ন দেখছেন। এখন আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ যেন তাঁকে হজে যাওয়ার সুযোগ করে দেন এবং আসলেই যেন তিনি হজে যেতে পারেন।
এটা স্বভাবিকভাবেই মানসিক কারণে কেউ স্বপ্নে দেখতে পারেন যে তিনি হজে যাচ্ছেন। এ ক্ষেত্রে আল্লাহু সুবহানাহুতায়ালার কাছে দোয়া করবেন আল্লাহুতায়ালা যেন তাঁকে হজে যাওয়ার তৌফিক দেন।