আপনার জিজ্ঞাসা
না বুঝে নামাজ ছেড়ে দিলে কি উমরি কাজা করতে হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার দশম পর্বে টেলিফোনে উমরি কাজা সম্পর্কে ঢাকার উত্তরা থেকে জানতে চেয়েছেন কামরুন্নাহার। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমি অনেক বছর আগে ঠিকমতো নামাজ পড়তাম না। আমার বয়স এখন ৩৬। হয়তো বা ১৫-২০ বছর অজ্ঞতাবশত আমি ঠিকমতো রোজা, নামাজ আদায় করিনি। অনেক হুজুর বলেছেন, নামাজের উমরি কাজা করতে হবে। আমার যত বছর নামাজ কাজা হয়েছে, সেগুলো প্রতি ওয়াক্ত নামাজের সঙ্গে আদায় করতে হবে। এখন আমি কি করতে পারি?
উত্তর : নামাজ, রোজা যেগুলো আপনি ইচ্ছাকৃতভাবে আদায় করেননি, না জানার কারণে অথবা অলসতার কারণে, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং অনুতাপের সঙ্গে তওবা করবেন। আল্লাহ সুবানাহুতায়ালা আপনার এই তওবা কবুল করবেন, যদি আপনি সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট তওবা করেন। আর এখন থেকে আপনি সালাম, সিয়াম যা আছে ফরজ, সেগুলো নিয়মিত আদায় করবেন।
আরেকটি কাজ আপনি করবেন সেটি হলো, বেশি বেশি নফল সালাত, সিয়াম আদায়ের চেষ্টা করবেন। যেহেতু আপনার ঘাটতি আছে, এ ঘাটতিটুকু পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ কাজগুলো আপনাকে করতে হবে।
হিসাব করে উমরি কাজা আদায় করার দরকার নেই। শুধু বেশি বেশি নফল সালাত, নফল সিয়াম আদায় করবেন। আর হিসাব করে যে উমরি কাজার কথা আপনি বলেছেন, এটি ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ নয়।