আপনার জিজ্ঞাসা
মৃত্যুর সময় মুখে কালেমা নসিব হলে কি বেহেশত পাওয়া যায়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১২তম পর্বে মৃত্যুর সময় কালেমা পড়তে পারলে বেহেশত লাভ করা যাবে কি না, সে সম্পর্কে টেলিফোনে সাভার থেকে জানতে চেয়েছেন টুটুল। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মৃত্যুর সময় কালেমা নসিব হলে ওই ব্যক্তির নাকি পাপমুক্ত হয়ে বেহেশত নসিব হয়? এই কথাটা কতটুকু সত্যি?
উত্তর : মৃত্যুর সময় যদি কালিমাতুত তাওহিদ (লা ইলাহা ইল্লাল্লাহ) কারো নসিব হয়, তার এই মৃত্যুটা ‘হুসনে খাতিমা’। অর্থাৎ তাঁর উত্তম মৃত্যু হলো, সুন্দর মৃত্যু হলো। এটাই হাদিসের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং এটি সবচেয়ে সৌভাগ্যের বিষয়। তাই তিনি এই কালেমা যদি পড়েন, সত্যিকার অর্থেই আখিরাতে তাঁর তাওহিদের বিষয়টা কিছুটা নিশ্চিত হলো যে, তাওহিদসহ তাঁর মৃত্যু হয়েছে।
কালেমা পড়ার কারণে পাপমোচন হবে, বেহেশতে যাবেন—এ কথাগুলো হাদিসে আসেনি। যতটুকু উল্লেখ করা হয়েছে, ততটুকুই হাদিসে এসেছে। এর অতিরিক্ত আর কিছু আমরা বলতে পারব না। কিন্তু এই কালেমা পড়ার মধ্যে একটা ইতিবাচক বার্তা পাওয়া যায়।