আপনার জিজ্ঞাসা
রাসূল (সা.) কীভাবে টুপি পরতেন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১৩তম পর্বে টেলিফোনে রাসূল (সা.)-এর টুপি পরার ক্ষেত্রে কোনো দলিল আছে কি না, সে সম্পর্কে ঢাকা থেকে জানতে চেয়েছেন মো. রশিদ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : রাসূল (সা.) যে টুপি পরেছেন, কোরআন-হাদিসে এ রকম কোনো প্রমাণ আছে কি?
উত্তর : হ্যাঁ, রাসূল (সা.) টুপি পরেছেন। পাগড়ির নিচে তিনি টুপি পরেছেন। এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। শুধু টুপি নয়, তিনি পাগড়ির নিচে টুপি পরেছেন।