আপনার জিজ্ঞাসা
ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৯০তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছে,ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এটি নিয়ে অনেকের দ্বিমত আছে। অনেক আলেমরা এটাকে হারাম বলে, আবার কেউ বলে মাকরুহ। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হলো, ঘোড়ার মাংস খাওয়া জায়েজ। তবে এটি কমন নয়। সালাফদের আমল দ্বারা প্রমাণিত যে তারা ঘোড়া জবাই করে নিয়মিত খায়নি। দুই একটি ঘটনায় বুঝা যায় যে, খাওয়া জায়েজ। মানে খুব বেশি প্রয়োজন হলে জবাই করা যাবে। কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, ঘোড়া মূলত খাওয়ার কাজে নয় অন্য কাজের জন্য ঘোড়া ব্যবহার হবে। এখান থেকে বুঝা যায় স্পষ্ট যে ঘোড়া জবাই করার জন্য নয়। বরং কাজের জন্য। মানে খুব বাধ্য হয়ে গেলে খেতে পারবেন। তবে এটি কোনোভাবেই নিয়মিত বিষয় নয়।