আপনার জিজ্ঞাসা
কিছু ভালো কাজের জন্য আল্লাহ কি জান্নাত দান করবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ৩৩২৮তম পর্বে কিছু ভালো কাজের জন্য আল্লাহ কি জান্নাত দান করবেন কিনা জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সালাত আদায় না করে কিছু ভালো কাজের জন্য আল্লাহ কি জান্নাত দান করবেন?
উত্তর : ধন্যবাদ আপনাকে। সালাত না পড়ে শুধু ভালো কাজ করে জান্নাতে যাওয়া যাবে কিনা। এ ছাড়া একটি হাদিসও আপনি উল্লেখ করেছেন যে, একটি কুকুরকে পানি পান করিয়ে এক নারী জান্নাত পেয়েছেন। এটি বোখারি হাদিস। এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে এই হাদিস থেকে একটি ভুল ব্যাখ্যা ছড়িয়েছে। সেটা হলো, কিছু মানুষ মনে করেন সালাত না পড়েও শুধু ভালো কাজের মাধ্যমে জান্নাত লাভ করা যাবে। আল্লাহ সন্তুষ্ট হলেই জান্নাত দিয়ে দেবেন বলে মনে করেন অনেকে। কিন্তু এখানে বুঝতে হবে, এটি বনি ইসরায়েলের ঘটনা। এটা পূর্ববর্তী উম্মতের জন্য। এখনকার জন্য প্রজোয্য। এই ঘটনা দিয়ে রাসুল (সা.) মানবসেবার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। রাসুল (সা.) নামাজ বাদ দেবার জন্য বলেননি। দ্বিতীয়ত সেই মহিলা আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করেছেন। তিনি সালাত আদায় করেননি এমন কোনো তথ্য কিন্তু আসেনি। আমরা শুধু কুকুরকে পানি পান করানোর কথা শুনেছি অন্য কিছু শুনিনি। তাই ওই ঘটনার সাথে আপনার নামাজ না পড়ে জান্নাতে যাবার বিষয় মেলালে তো হবে না। তাই বুঝতে হবে কোন কথার প্রেক্ষাপট কোনটি। ঘটনার ভুল ব্যাখ্যা করলে হবে না।