আপনার জিজ্ঞাসা
বিয়ের পাত্রী দেখতে পাত্রের ভাইদের সঙ্গে নেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ৩৩৩২তম পর্বে বিয়ের পাত্রী দেখতে পাত্রের ভাইদের নেওয়া যাবে কিনা জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়ের পাত্রী দেখতে পাত্রের ভাইদের নেওয়া যাবে? পাত্রী দেখতে যাওয়া নিয়ে পাত্রের ভাই ও দুলাভাইদের মাঝে মলমালিন্য। এসবের সমাধান কী?
উত্তর : প্রথমেই যদি মনমালিন্য হয়। পরে তো আরও বেশি হবে। পাত্রীকে যদি পাত্রের ভাইদেরও দেখতে হয় তাহলে এটা তো ইসলামের বিধান অনুসারে হলো না। ইসলামে তো এই রীতি নেই। আল্লাহর বিধান যারা ভাঙবে তাদের সাথে সম্পর্ক করাও উচিত না। এতে দাম্পত্য জীবনও সুখের হয় না। এতে বরকতও হারিয়ে যাবে। পাত্রী দেখা নিয়েই যদি মলমালিন্য হয় সেখানে তো বাকি প্রশ্নই অবান্তর। বিয়ের ক্ষেত্রে আমাদের দেশে যেসব নিয়ম এসব একেবারেই অবান্তর। ঘটা করে পাত্রী দেখা, অনুষ্ঠান, ইন্টার্ভিউ নেওয়া এসব ইসলামে নেই। এসব হারাম। এসব ইসলামের পদ্ধতি না। ইসলামে নির্দিষ্ট নিয়ম আছে। ইসলামে টাকা-পয়সা, সুন্দরী হওয়া এসবকে প্রাধান্য দেয়নি। ইসলাম প্রাধান্য দিয়েছে দ্বীনকে। কিন্তু আমাদের দেশে একটা বাজে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। অথচ পদ্ধতি হচ্ছে মেয়েরা ছেলেদের বাড়িতে গিয়ে সব দেখবে। দেখার পর সব ঠিকঠাক হলে পাত্রের সুযোগ থাকলে দেখবে নয়ত বিয়ের পর দেখবে। এখানে ঘটা করে পাত্রী দেখানো হারাম। এটি আল্লাহর বিধান লঙ্ঘন।