সন্দ্বীপে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধর্মসভা অনুষ্ঠিত

বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় সন্তোষপুর শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে সর্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ বলরাম মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মহতী ধর্মসভা সোমবার (০৩ মার্চ) মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ বলরাম মন্দিরের সভাপতি শ্রী ভবরঞ্জন দাশের সভাপতিত্বে ও সহ-সাধারণ মাস্টার দীপংকর মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
শুভ উদ্বোধন ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট ভাগবতীয় বক্তা মাস্টার রণজিৎ কুমার শীল। মহান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট ভাগবতীয় বক্তা সাবেক প্রধান শিক্ষক মাস্টার বিষ্ণুপদ রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন কুমার মজুমদার, সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উমেশ মজুমদার রবি, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ-সন্দ্বীপ উপজেলার সভাপতি গোপাল ভট্টাচার্য্য, জনাব মো. আখতারুজ্জামান। বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ শংকর সাহা। স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী কৃষ্ণ বলরাম মন্দিরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার হরে কৃষ্ণ তালুকদার।
সভায় প্রধান অতিথি সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল হতে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।
মহান অতিথি অধ্যাপক শিপুল কুমার দে বলেন, সনাতন ধর্ম মানুষকে উদারতা ও মানবিকতার শিক্ষা দেয়। সত্য ও ন্যায়পরায়ণতা শেখায়। নিজ ধর্মকে বিশ্বাসের পাশাপাশি পর ধর্মকে শ্রদ্ধা করতে শেখায়। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।