৪৯২ বছরের পুরোনো হাম্মাদিয়া জামে মসজিদ

৪৯২ বছর পুরোনো হাম্মাদিয়া জামে মসজিদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা মহজিদ্দা গ্রামে অবস্থিত । যা সুলতানী আমলে নির্মিত হয়েছে। মসজিদটির প্রতিষ্ঠার সময়কাল ১৫৩৩-১৫৩৮ সন।
চট্টগ্রামের "সুলতান গিয়াস-উদ-দীন মাহমুদ শাহ" এর আমলে উত্তর চট্টগ্রামের শাসনকর্তা "হামিদ খান" কতৃক নির্মিত হাম্মাদিয়া জামে মসজিদ। ইতিহাসবিদ "ড. আবদুল করিম" ও "নুসরাত শাহ" এর তথ্যানুযায়ী হাম্মাদিয়া মসজিদ প্রায় চারশত নব্বই বছরেরও পূর্বের। এটিকে চট্টগ্রাম জেলার এখনও বর্তমান মসজিদগুলোর মাঝে "দ্বিতীয় প্রাচীন মসজিদ" হিসেবে চিহ্নিত করা হয়। এলাকার মানুষের কাছে এটি হারমাদিয়া জামে মসজিদ নামেও বেশ পরিচিত।
পুরাতন এই মসজিদের পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্বে পাহাড়, আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই এই হাম্মাদিয়া মসজিদ এর অবস্থান। পূর্ব পাশে মসজিদ ঘেঁষেই বিশাল হাম্মাদিয়া দীঘি।
মসজিদটি চুন-ছুরকি, ইটের গাঁথুনি দিয়ে নানান কারুকার্য সম্বলিত যা অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। মসজিদের উপরে মাঝখানে একটি বড় ও চার কোনায় চারটি ছোট গম্বুজ রয়েছে। এটি আকারে ছোট একটি মসজিদ। উল্লেখ্য (হাম্মাদিয়া) ঐতিহাসিক মসজিদের নাম অনুসারে গ্রামের নাম মছজিদ্দা হয়েছে বলে গ্রামের অধিকাংশ লোক তা বিশ্বাস করেন।
ঐতিহাসিক মসজিদটিতে তিন কাতারে একসাথে ২৭ জন মুসল্লী নামাজ আদায় করতে পারেন । তবে নতুন ভবন এর নির্মাণ কাজ চলছে, নতুন ভবনে একসাথে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন মসজিদ কমিটি। এখন বর্তমানে নতুন এবং পুরাতন ভবন মিলিয়ে তিন হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন বলে জানিয়েছেন নিয়মিত মুসল্লিরা।