৭০০ বছরের গোয়ালদী শাহী মসজিদ

প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রায় ৭০০ বছরের এক গম্বু বিশিষ্ট গোয়ালদী শাহী মসজিদ। ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরত্বে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁ যাদুঘর) উত্তর পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত এ দৃষ্টিনন্দন মসজিদ।
গোয়ালদী শাহী মসজিদে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাঁটানো (বাংলা ও ইংরেজিতে লিখিত) বোর্ড থেকে জানা যায়, আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে মোল্লা হিজবার আকবর ১৫ শাবান ৯২৫ হিজরি ইংরেজি ১২ আগস্ট ১৫১৯ খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের গোয়ালদী গ্রামে এক গম্বুজ এ মসজিদ নির্মাণ করেন। নির্মাণের পর দীর্ঘদিন এটি ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হলেও এক সময় পরিত্যক্ত হয়ে যায়। কয়েকশ বছর পরিত্যক্ত থাকার ফলে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৭৫ সালে ধ্বংসস্তূপ থেকে সংস্কারের মাধ্যমে পুরোনো আদলে বর্তমান মসজিদটি নির্মাণ করে এর নাম দেন গোয়ালদী শাহী মসজিদ। এখন মসজিদটির প্রকৃত রূপ অনেকটাই বদলে গেছে। মসজিদের গায়ে যেসব মূল্যবান পাথরের ফলক ছিল সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্তির আগেই চুরি হয়ে গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন এ মসজিদের বাইরের ও ভেতরের দেয়ালে ফুল লতাপাতার অলংকরণ খচিত পোড়ামাটির ফলকগুলোও খসে পড়ছে। মসজিদের গম্বুজটিও শ্যাওলা জমে ধুসর আকার ধারণ করেছে। ইট ও পাথরের মূল অলংকরণের কিছু নিদর্শন মসজিদের পশ্চিম দেয়ালে ও মেহরাবে লক্ষ করা যায়। মেহরাবটি কালো কষ্টিপাথরে নির্মিত ও কারুকার্যখচিত। মসজিদটির পশ্চিম দিকের বাম পাশের মিনারটি মূল ভবন থেকে অনেকটা হেলে পড়েছে। মসজিদটি পর্যটকদের জন্য সবসময়ই উন্মুক্ত থাকে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে ৭০৬ বছরের এ মসজিদ ধ্বংসের হাত থেকে রক্ষা কঠিন হয়ে পড়বে।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক তারেক হাসান বলেন, এত সুন্দর কারুকার্যখচিত মসজিদ। আমি ও আমার পরিবারের সদস্যরা মসজিদটি দেখেছি আনেক ভালো লেগেছে। এটির সংস্কার করা অতি জরুরি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, গোয়ালদী শাহী মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন এই মসজিদটি। আগামী অর্থবছরে মসজিদটি সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হবে। বরাদ্ধ পেলে মসজিদটি সংস্কার করা হবে।