বাবা বেঁচে থাকলে অনুষ্ঠান আরও সুন্দর হতো : আবু ইউসুফের ছেলে

কুরআনের আলো ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফের ছেলে জায়েদ আল মামুন বলেছেন, আমার বাবা থাকলে হয়তো আরও সুন্দর ভাবে অনুষ্ঠান করতো। অনেকে স্বপ্ন ছিল তার।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে আল মামুন এ কথা বলেন।
জায়েদ আল মামুন বলেন, পিএইচপি কুরআনের আলো ২০২৫ সামনে রেখে আজকে আমার বাবার স্বপ্নের অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবা থাকলে হয়তো আরও সুন্দর ভাবে অনুষ্ঠান করতো। অনেকে স্বপ্ন ছিল তার। আল্লাহ তাকে নিয়ে গেছেন, সকলের কাছে তার জন্য দোয়া চাই। এবং আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই আলহাজ মিজানুর রহমান স্যারকে। আমি কিছুদিন আগে শুনেছি অসুস্থ ছিলেন। আল্লাহ তাকে সিফা দান করুক।
জায়েদ আল মামুন বলেন, আমরা একজন অভিভাবক হারিয়েছি। আমরা আর অভিভাবক হারাতে চাই না। সকলে আমাদের স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের আলী হোসেন স্যার অত্যন্ত একজন বিনয়ী মানুষ। আমাদের সব সময় খোঁজ খবর নিয়েছেন।