হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১২

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে মো. শাহাদাত হোসেন পাঠান (৬১) নামের আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুরের সিরাজগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। শাহাদাত হোসেনের পাসপোর্ট নম্বর - এ ১৬২৯৫২৩১। আজ বুধবার (২৮ মে) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
হজ অফিস সূত্রে জানা গেছে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৬ জন এবং মদিনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩১ জন বাংলাদেশি হাজি।
বাংলাদেশ হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। আগামী বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।