গরিবের আবার পয়লা বৈশাখ, বললেন ইলিশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/04/09/photo-1523275945.jpg)
আসছে পয়লা বৈশাখ। বুঝতেই পারছেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের ওপর ভয়াবহ চাপ। প্রিয় পাঠক, পয়লা বৈশাখ নিয়ে ইলিশের ব্যস্ততা জানতে আমরা ইলিশের কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি। আসুন, বিস্তারিত পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন কাকা?
ইলিশ : কাকা মানে?
হাস্যরস : বাঘ যদি মামা হয়, তাইলে তো আপনি কাকা।
ইলিশ : জোকস অব দ্য ডে। হাসালে ভাতিজা।
হাস্যরস : আপনি তো এখন সেলিব্রেটি।
ইলিশ : ক্যামনে?
হাস্যরস : চারদিকে তো আপনাদের নিয়ে আলোচনা হচ্ছে। পেপার-পত্রিকায় সবাই ইলিশ ইলিশ করতেছে।
ইলিশ : ইলিশ ইলিশ করতেছে খাওয়ার জন্য, অটোগ্রাফের নেওয়ার জন্য না মিয়া।
হাস্যরস : কাকা, রাগ করলেন?
ইলিশ : জ্বালার মাঝে পানি ঢাললে তো রাগ করবই।
হাস্যরস : পয়লা বৈশাখ আপনাদের ছাড়া কল্পনা করা যায় না। এ নিয়ে কিছু বলার আছে?
ইলিশ : হরিণ কিংবা বাঘ মারলে জেল হয়, কিন্তু আমাদের মারলে কিছু হয় না। আমরা কি বানের জলে ভাইসা আসছি?
হাস্যরস : আচ্ছা কাকা, সামনেই তো পয়লা বৈশাখ। আপনাদের দাম একটু কমানো যায় না?
ইলিশ : মারবেন, আবার দাম দেবেন না? এ কেমন বিচার?
হাস্যরস : পয়লা বৈশাখ নিয়ে আপনাদের পরিকল্পনা কী?
ইলিশ : গরিবের আবার পয়লা বৈশাখ।