ওয়ালটন শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে : বাণিজ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/10/baannijymntrii.jpg)
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ওয়ালটন আমাদের দেশের আইকন, দেখার মতো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের মানুষের চাহিদা ও ক্রয়ক্ষমতা বাড়ছে, সেই চাহিদা পূরণ করবে ওয়ালটন।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ওয়ালটন আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি বলেন, ‘তারা (ওয়ালটন) শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। আজ তারা সাহস করে এই বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা শুধু তাদের জন্য নয়, বরং পুরো দেশের জন্য গর্বের।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটা বিষয় ভেবে দেখেন--কতো ইলেকট্রনিক পণ্য তারা দেশেই তৈরি করছে, যার জন্য অর্থ বাইরে চলে যাচ্ছে না। তাদের হাত ধরেই এভাবে আমাদের পণ্য বিদেশে রপ্তানি করে আয় করতে হবে।’
টিপু মুনশি বলেন, ‘ওয়ালটন আমাদের দেশের আইকন, দেখার মতো একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেভাবে তারা এগিয়ে এসেছে, এখন দেশের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা ও চাহিদা বাড়ছে, সেই চাহিদা পূরণ করবে ওয়ালটন। তাদের এই মেলা একটি ব্যতিক্রমী চেষ্টা।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ তাদের (ওয়ালটন) পণ্য দেশের বাইরে রপ্তানি হচ্ছে। আরও নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। তাদের ১০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার তাদেরকে সব ধরনের সহায়তা করবে।’
তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়েত-উল-ইসলাম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সামির সাত্তার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ।