ঈগল মশার কয়েলের ক্যাম্পেইন শুরু

বিশ্ব মশা দিবস উপলক্ষে ‘মশাদের আক্রমণ, রুখতে হই সচেতন’ ক্যাম্পেইন শুরু করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড- এর ব্র্যান্ড ঈগল মশার কয়েল। রাজধানীর মিরপুরে এই জনচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী নাজমুল আবেদীন ও পরিচালক কাজী আফনান আবেদীন।
এই আয়োজনে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী দিলারা জামান ও জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর হেড অব সেলস মারুফ আহসান এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ।
দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ যেন বেড়েই চলেছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ডেঙ্গুর প্রতিরোধে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া মশাবাহিত অন্যান্য রোগেও মানুষের আক্রান্ত হওয়ার হার ক্রমবর্ধমান। তাই মশার এই আক্রমণ রুখতে, জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি দেশের জনপ্রিয় কয়েল ব্র্যান্ড ঈগল মশার কয়েল তার ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ঈগল মশার কয়েল বাংলাদেশের সকল মানুষকে মশার আক্রমণ থেকে সচেতন করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে। বিএসটিআই এবং বুয়েট সার্টিফাইট ঈগল মশার কয়েল মানসম্পন্ন কয়েল তৈরি করে চলেছে, যা দেশের সাধারণ মানুষকে মশার আক্রমণ থেকে রক্ষা করার জন্য কার্যকরী ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী নাজমুল আবেদীন বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড পরিবার সর্বদা বদ্ধপরিকর। তবে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের সবার প্রথমে চাই জনসচেতনতা। জনসাধারণের মনে ডেঙ্গু বিষয়ক সচেতনতা তৈরি করতে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ধারাবাহিক উদ্যোগের একটি অংশ হিসেবে আজকে এই ক্যাম্পেইন এর সূচনা করা হলো। ডেঙ্গু মশার বিরুদ্ধে আমাদের এমন প্রচেষ্টা চলমান থাকবে।’
এসময় তিনি দেশের সকলকে সচেতনতা তৈরিতে একযোগে এগিয়ে আসার আহ্বান করেন।
কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে মিরপুর ১১ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। অভিভাবক, শিক্ষার্থী ও কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্যসহ প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেন। এসময় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কেমিক্যাল মিশ্রিত ফগার মেশিনের দ্বারা মশা নিধনের ওষুধ ছিটানো হয় এবং সকলের হাতে হাতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।