২০ কোটি টাকা সুদ মওকুফ পাচ্ছে লিগ্যাসি ফুটওয়্যার

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড
রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডকে প্রায় ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রূপালী ব্যাংক থেকে লিগ্যাসি ফুটওয়্যারকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। সম্প্রতি সুদের অর্থ ১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা মওকুফ করে দিয়েছে ব্যাংকটি।
জানা গেছে, সুদ মওকুফের পর বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারকে পরিশোধ করতে হবে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা। পরিশোধিত মূলধন বাড়ানোর মাধ্যমে এ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।