একীভূত হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং

পোশাক খাতের শিল্পগোষ্ঠী আলিগ গ্রুপের দুটি কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড একীভূত হচ্ছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তের অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, একীভূত হওয়ার পর কোম্পানি দুটি আলিফ ইন্ডাস্ট্রিজ নামেই পরিচালিত হবে। এ বিষয়ে ব্যাংক, অন্যান্য ঋণদাতা, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের অনুমোদন নেওয়ার পাশাপাশি হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন চাওয়া হবে।
২০১৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় আলিফ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৪ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা চার কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯।
অন্যদিকে, ১৯৯৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৫৯ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১৭ কোটি ৪৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৫ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ২২।