প্রধান সূচকের উত্থান থাকলেও লেনদেনে মন্দা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে ষোড়শ কোটি টাকার বেশি। আগের দিনের তুলনায় আলোচিত এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেনে কমে চারশ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৭১২ কোটি ৬৮ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ৫৪০ কোটি ৬৩ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে এক হাজার ৬১৫ কোটি টাকা। আজ সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৪০ দশমিক ১৮ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩২৮ দশমিক ৪০ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক দুই দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ দশমিক ৭৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৪ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৩টির ও কমেছে ১২৫টি।
শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৬টির। লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে পাঁচ দশমিক ৫৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।