সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের খবরে বড় উত্থান পুঁজিবাজারে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৪ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৯২ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার কোটি টাকরে বেশি। আগের দিনের তুলনায় আলোচিত এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেনে বেড়ে সাতশ কোটি টাকার ঘরে চলে এসেছে।
এদিকে পুঁজিবাজারে সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের অনুমতি দিতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর একটি খসড়া সম্প্রতি সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। যা যাচাইয়ের পর ফেরত এসেছে- পুঁজিবাজারে এমন খবরের ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে আজ পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে বলে জানিয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। লেনদেন শুরুর ১৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৫২ পয়েন্ট। বেলা বাড়ায় সেই উত্থান আরও বাড়ে। পরে দিনশেষে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১২৩ পয়েন্ট। এদিন বেড়েছে ৩৬৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন বেড়ে ৭৭০ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৭০ কোটি ৭০ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৫৩৯ কোটি ২৭ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ৬৩ কোটি ২৫ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৬১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ১৯৯ কোটি ৪৫ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ১২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৯৭ দশমিক ৫৬ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৭৩ দশমিক ৮৪ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ২২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৮ দশমিক ৬৯ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৩৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৫১ দশমিক ৩৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৬৫টির ও কমেছে ১৩টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৮টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।