লেনদেন ৯০০ কোটি টাকার ঘরে, উত্থানে সূচক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৭ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৭ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে দুই হাজার ১৪৬ কোটি টাকা। আগের দিনের তুলনায় আলোচিত এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেনে বেড়ে ৯০০ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয় ৯০৮ কোটি ৭৭ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৭৭০ কোটি ৭০ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ২০৯ কোটি ৮৪ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৬৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে দুই হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ টাকা। আজ সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৫৮ দশমিক ৯৪ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৪৯৭ দশমিক ৫৬ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক ছয় দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৪ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৪ দশমিক ৪৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০৫টি বা ৭৬ দশমিক ৬৩ শতাংশ ও কমেছে ৬৯টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৪টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এলআর গ্লোবাল বাংলাদেশ ফান্ড ওয়ানের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।