লোকসানে পড়েছে সিঙ্গার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/10/23/singgaar-logo.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশের চলতি বছরের (২০২৪ সাল) তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান গুনছে।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বুধবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরের (২০২৪ সাল) তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৮৬ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮৮ পয়সা। চলতি বছরের (২০২৪ সাল) তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫১ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ছয় টাকা ৭৩ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ সাত টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল আট টাকা ১৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা পাঁচ পয়সা। আগের বছরের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ৩৪ টাকা তিন পয়সা।