পর্ষদ সভার তারিখ জানাল ২০ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। এর মধ্যে শুধু ম্যারিকো তাদের তৃতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে।একই সঙ্গে কোম্পানিগুলোর পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে। পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— শাশা ডেনিমস, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস, রংপুর ফাউন্ড্রী, প্রাণ, এপেক্স ফুটওয়্যার, ইফাদ অটোস, উসমানিয়া গ্লাস শিট, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পদ্মা অয়েল, মুন্নু ফেব্রিক্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা, ইস্টার্ন হাউজিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ও ম্যারিকো।
এদের মধ্যে শাশা ডেনিমসের পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ২৭ জানুয়ারি বিকেল ৪টায়, ন্যাশনাল টিউবসের ২৮ জানুয়ারি বিকেল ৪টায়, রংপুর ফাউন্ড্রীর ২৭ জানুয়ারি বিকেল ৪টায়, প্রাণের ২৭ জানুয়ারি বিকেল ৩টায়, এপেক্স ফুটওয়্যারের ২৬ জানুয়ারি বিকেল ৫টায়, ইফাদ অটোসের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, উসমানিয়া গ্লাস শিটের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২৭ জানুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে, আরডি ফুডের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২৭ জানুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকেল ৫টায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২৫ জানুয়ারি দুপুর ২টায়, পদ্মা অয়েলের ২৭ জানুয়ারি বিকেল ৫টা ৫ মিনিটে, মুন্নু ফেব্রিক্সের ২৬ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩০ জানুয়ারি বিকেল ৫টায়, ইবনে সিনার ২৫ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে, ইস্টার্ন হাউজিংয়ের ২৬ জানুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের ২৭ জানুয়ারি বিকেল ৩টায় ও ম্যারিকোর ৩০ জানুয়ারি বিকেল ৩টায় পর্যদ সভা শুরু হবে।