অন্যায়ের কাছে মাথা নত করব না : বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, সরকার বলেছে, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেনো করে যাই। অন্যায়ের কাছে মাথা নত করব না। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) নিরাপত্তা নিয়ে বিএসইসিতে এসে সাংবাদিকদের উদেশে তিনি এ কথা বলেন।
বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা আপনাদের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করছে এমন প্রশ্নে জবাবে রাশেদ মাকসুদ বলেন, সরকারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে মিশন নিয়ে নেমেছি, সেই মিশন থেকে চুল পরিমাণ সরব না। কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা যে কাজ নিষ্ঠা ও নিয়মের সঙ্গে করে আসছি, সেটা করে যাব।
কর্মকর্তারা কাজ না করলে কী করবেন এমন প্রশ্নে কমিশনার ফারজানা লালারুখ বলেন, আমরা আহ্বান জানাব তাদের কাজে যোগদানের জন্য। তারপরও যদি কাজে না আসেন এমন প্রশ্নে লালারুখ বলেন, সেটা দেখা যাবে।
এর আগে আজ সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় পূর্বঘোষিত কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানায় এই অ্যাসোসিয়েশন।