সবাইকে কাজে যোগ দিতে বলেছি : বিএসইসি চেয়ারম্যান

বিএসইসির কর্মকর্তা-কর্মচারী সবাই কাজে যোগদান করলে, কাজ স্বাভাবিক নিয়মে চলে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, সবাইকে বলেছি, কাজে যোগ দিতে।
আজ রোববার (৯ মার্চ) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বর্তমান পরিস্থিতি নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন বিএসইসি চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ।
আজকে বিএসইসিতে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এসেছিলেন জানিয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের উগ্র আচরণ ও বিশৃঙ্খলার জন্য তারা (স্টেকহোল্ডাররা) আমাদের সহমর্মিতা ও সহানুভূতি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমাদের অনেক কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরে এসেছেন। আমরা সবাইকে বলেছি, কাজে যোগদান করতে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। সবাই কাজে যোগদান করলে, কাজ স্বাভাবিক নিয়মে চলে আসবে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাব বিএসইসির চেয়ারম্যান বলেন, এখনো সেই সময় হয়নি। পরবর্তীতে আলোচনা করে আরও বিস্তারিত আপনাদের জানাতে পারব।