৬৯ শতাংশ কোম্পানির দরপতন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক পতনে আজ রোববারের (৯ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্ট। এদিন লেনদেনের পরিমাণ কমেছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। আজ লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। সেই অবস্থান পরে ধরে রাখতে পারেনি। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। পরবর্তীতে শেয়ার বেচার চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ২৯ দশমিক ৫১ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৭৪ দশমিক ৪৪ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক চার দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ দশমিক ৪৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮০ দশমিক ৩৮ পয়েন্টে।
গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি তিন লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৯৩৩ কোটি ৯২ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৭৪টির বা ৬৮ দশমিক ৬৭ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৪৬ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ১৩ কোটি ৫৪ লাখ টাকা, বিচ হ্যাচারির আট কোটি ৪৫ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের সাত কোটি ২৭ লাখ টাকা, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের সাত কোটি ছয় লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ছয় কোটি ৫০ লাখ টাকা, রবি আজিয়াটার পাঁচ কোটি ৬৭ লাখ টাকা, হাক্কানী পাল্পের পাঁচ কোটি ৬০ লাখ টাকা এবং খান ব্রাদার্সের পাঁচ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ২৮ শতাংশ।