বিএসইসির সার্ভিলেন্সে দুদকের হানা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ফের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে আজ সোমবার (১০ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগে এই অভিযান চালিয়েছে সংস্থাটি।
আজ বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের এক টিম বিএসইসিতে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দুদকের তদন্ত দল অভিযানের শুরুতেই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিএসইসির সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান চালিয়েছে। এর আগে গত ২ মার্চ বিএসইসিতে অভিযান চালিয়েছিল দুদক। অভিযানে পাওয়া অনিয়ম শিগগিরই দুদক কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
সম্প্রতি বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা প্রথমে বিক্ষোভ পরে কর্মবিরতিতে যান। এসময় কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিদাবা তুলে ধরে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের পদত্যাগ দাবি করেন। এসব ঘটনাকে কেন্দ্র করে বিএসইসিতে এক অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারী ১৬ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়। যা ছিল বিএসইসিতে নজিরবিহীন ঘটনা। এতে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে নানা অনিয়মের অভিযোগে এনে বিএসইসিতে অভিযান চালায় দুদক।