ফের সূচকের পতন, কমেছে ৬২ শতাংশ কোম্পানির দর

পুঁজিবাজারে টানা ৯ কর্মদিবস পতনের পর গতকাল রোববার উত্থানে ফিরেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। সেখান থেকে আজ সোমবার (২৮ এপ্রিল) ফের পতনে ফিরেছে প্রধান এই সূচকটি। এদিন ডিএসইএক্স পতন হয় ৪২ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৬১ দশমিক ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ সোমবার বাজারে মূলধন বেড়েছে। এদনি লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেন হয়েছে ৪৫৩ কোটি টাকার।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৬ পয়েন্ট। এদিন বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এক পর্যায়ে প্রধান সূচক পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৩৩ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১৬ পয়েন্ট। পরে শেয়ার বিক্রির চাপ আরও বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয় ৪২ দশমিক ৬৭ পয়েন্ট। দিনশেষে সূচক কমে দাঁড়ায় চার হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে। এদিক গত ৪ এপ্রিল সূচক ডিএসইএক্স হয়েছিল পাঁচ হাজার ২০৫ পয়েন্টে। পরে টানা ৯ কর্মদিবস এই সূচকের পতন ছিল। এতে সূচকটির পতন হয় ২৩৩ পয়েন্ট। টানা পতন থেকে গতকাল সূচকটি ঘুরে দাঁড়িয়েছিল। গতকাল উত্থান হয়েছিল ২২ দশমিক ৮৭ পয়েন্ট। সেখান থেকে আজ ফের পতন চলে এসেছে।
একইসঙ্গে পতনে ফিরেছে ডিএসইর সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬ দশমিক ৮৭ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ২১ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩০ দশমিক ৮২ পয়েন্টে।
আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৪ হাজার ১১ কোটি ৭৫ লাখ টাকা। গত রোববার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ৮৪৫ কোটি ৭৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৪টির ও কমেছে ২৪৬টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৪ কোটি ৭৯ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ১৩ কোটি ৪৮ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ৯ কোটি ৩৩ লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের আট কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৯৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৭১ শতাংশ।