৬৪ শতাংশ কোম্পানির দরপতন, কমেছে সূচকসহ লেনদেন

গত দুদিনের (রোববার ও সোমবার) উত্থানের পর আজ মঙ্গলবার (৬ মে) ফের পতনে ফিরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। এদিন ডিএসইএক্স পতন হয়েছে ১৩ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন লেনদেন হয়েছে ৫৫০ কোটি টাকা। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ মঙ্গলবার বাজারে মূলধন কমেছে দুই হাজার টাকার বেশি।
ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রথম ৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ছয় পয়েন্ট। বেলা বাড়ার পর এদিন শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে লেনদেন শুরুর প্রথম ৪১ মিনিটে সূচক ডিএসইএক্স পতন ৯ পয়েন্ট। পরে সূচকটির ফের উত্থান। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৪০ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান ২৭ পয়েন্ট। পরে উত্থান গতি ধরে রাখতে পারেনি, এক পর্যায়ে সেটি পতনে ফিরে যায়। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১২ দশমিক ৯৪ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৯৫১ দশমিক ৭২ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১০ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৩ দশমিক ৭৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ৯ দশমিক শূন্য তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯ দশমিক ৯১ পয়েন্টে।
আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৫৮৪ কোটি দুই লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৪ হাজার ৪০৬ কোটি ছয় লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৫৬ হাজার ৫৯২ কোটি ২০ লাখ টাকা। একদিনের ব্যবধানে মূলধন কমেছে দুই হাজার ১৮৬ কোটি ১৪ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৬টির এবং কমেছে ২৫৩টির বা ৬৩ দশমিক ৭৩ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ২৬ কোটি ২২ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ১২ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৯ কোটি ৫০ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১৭ কোটি ৫৫ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৯৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৬০ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ৯ কোটি ৫১ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ৯ কোটি ২৩ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের আট কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ১৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বারাকা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।