লভ্যাংশ দেবে না লোকসানি মাইডাস ফাইন্যান্স

লোকসানে থাকায় পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সের সমাপ্ত হিসাব বছরে (২০২৪, জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ২৪ পয়সা। আগের সমাপ্ত বছরে (২০২৩, জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল চার টাকা ৬৬ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে দুই টাকা ১৪ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল তিন টাকা ২৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে চার টাকা ৭৩ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ছয় টাকা ৭৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ধানমণ্ডির মাইডাস সেন্টারে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন, সকাল সাড়ে ১০টায়। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন।
একইসঙ্গে চলতি বছরের প্রথম প্রান্তিক (২০২৫,জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা দুই পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪০ পয়সা। আলোচিত প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে দুই টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল এক টাকা ৬০ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে তিন টাকা ৩১ পয়সা।