সূচকের উত্থান, মূলধনের বেড়েছে ৫৬২০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ মঙ্গলবারের (২২ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫১ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ৬২০ কোটি টাকা। তবে আজ ডিএসইতে কমেছে লেনদেন পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৭২২ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১৪ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থানে আসে। লেনদেন শুরুর ৩৫ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। পরে সূচক পতনে আসে। লেনদেন শুরুর এক ঘন্টা ৫৫ মিনিটে ডিএসইএক্স পতন হয় আট পয়েন্ট। এরপর পতন থেকে সূচকটি ফের উত্থানে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫০ দশমিক ৯৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৭০ দশমিক ৫৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৩৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩০ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ দশমিক ৬৪ পয়েন্টে।
আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার (২১ জুলাই) লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ দুই হাজার ৮৯৮ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৯৭ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৩টির ও কমেছে ১৫১টির। শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২০ কোটি ৭৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১৯ কোটি ৮৩ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৯ কোটি দুই লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৪৮ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্টের শেয়ার । কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬০ শতাংশ।