পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (২০ আগস্ট) ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান হয়েছে। এই সময়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়েছে। বাকি দুটি সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ ১ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২০১টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৯৩টির দাম কমেছে এবং ৮৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। তাদের সার্বিক সূচক ৭১ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ৪৬টি কোম্পানির মধ্যে ২৯টির শেয়ারের দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত আছে। প্রথম ঘণ্টায় সিএসইতে ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।