৬০ শতাংশ কোম্পানির দরে উত্থান

ব্যাংক ও বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দরের ওপর ভর করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থান হয়েছে আজ সোমবার (২৫ আগস্ট)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৬ পয়েন্ট। লেনদেনও ১১শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৩০৭ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে।
আজ ৯৫ শতাংশ বিমা কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। পাশাপাশি ৮৩ শতাংশ ব্যাংক কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এদিন ভাল করেছে সিরামিক ও প্রকৌশল খাতের কোম্পানিগুলো। ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ২২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৯ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার গতি কিছুটা কমেছে। পরে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা এক মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩০ পয়েন্ট। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৬৬ দশমিক ২৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫৫ দশমিক ৪০ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২৭ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৮ দশমিক ৭৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ দশমিক ৫১ পয়েন্টে।
আজ সোমবার লেনদেন হয়েছে এক হাজার ১১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল এক হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। যা গত ১২ মাস ১০ দিন বা ২৩৩ কার্যদিবস পর সেরা ছিল গতকালের এই লেনদেন। এর আগে গত বছরের ১৪ আগস্ট লেনদেন হয়েছিল এক হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা। আজ সোমবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১২ হাজার ৬৬১ কোটি ১৭ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ৯ হাজার ৪৫৩ কোটি ৮০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৮টির এবং কমেছে ১১৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ৩২ কোটি চার লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ কোটি ৯৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২৩ কোটি ১৪ লাখ টাকা, সোনালী পেপারের ২২ কোটি সাত লাখ টাকা এবং বিচ হ্যাচারির ২১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।