আইরিশ চ্যালেঞ্জের জন্য মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/08/bangldesh.jpg)
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ ২৪ ঘণ্টা বাদেই মাঠে গড়াবে। বিশ্বকাপের সুপার লিগের সিরিজটিতে ঠিকঠাক প্রস্তুতি নিতে কিছুটা আগেই ভেন্যু ইংল্যান্ডে উড়াল দেয় বাংলাদেশ। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় সেই অর্থে প্রস্তুতি শতভাগ নিতে পারেনি সফরকারীরা। এমনকি মাঠেই গড়ায়নি একমাত্র প্রস্তুতি ম্যাচ।
পরিস্থিতি যখন এই তখন সিরিজ শুরুর আগে প্রস্তুতির দুশ্চিন্তা মাথাচাড়া দিচ্ছে। কিন্তু অধিনায়ক তামিম ইকবাল সেটা নিয়ে ওত ভাবছেন না। বরং মানসিকভাবে চাঙ্গা হয়ে আইরিশ পরীক্ষায় সফল হতে চান বাংলাদেশ অধিনায়ক।
আগামীকাল মঙ্গলবার (৯ মে) আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি টাইগাররা খেলবে চেমসফোর্ডে। মূল লড়াইয়ের আগে প্রস্তুতি নিয়ে অধিনায়ক বলেছেন, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি, কারণ ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমি একজন ক্রিকেটার কিংবা অধিনায়ক বা আমাদের কোনো প্লেয়ারের নিয়ন্ত্রণে নাই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি, সবাই কম-বেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হবে, ওটাই আমাদের সহায়তা করবে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/05/08/bangldesh-2.jpg)
তামিম আরও বলেছেন, ‘ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত এবং বর্তমানের খেলাগুলো দেখে ওইটুক তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’
কদিন আগেই ঘরের মাঠে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ। এ ছাড়া খেলাটা যখন ওয়ানডে তখন ফেভারিটের তকমাটা পরিষ্কার বাংলাদেশের গায়ে। তবে এসব ভুলে মূল খেলাতেই ফোকাস তামিমের, ‘ফেভারিট শব্দটা আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। অবশ্যই আমরা এখানে আসছি ভালো খেলার জন্য এবং জেতার জন্য। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেটা আপনি আগে থেকে বলতে পারবেন না কী হবে। তারাও খেলবে এবং এই কন্ডিশনে তারাও ভালো দল। এই কন্ডিশনে তারা অভ্যস্ত। আশা করি ভালো একটা সিরিজ হবে।’