উইম্বলডন : তৃতীয় রাউন্ডে নাদাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/01/nadal.jpg)
তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত
আরেকটি বাধা অতিক্রম করেছেন রাফায়েল নাদাল। লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে চার সেটে পরাজিত করে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন তিনি।
এএফপির খবরে জানা গেছে, দুইবারের চ্যাম্পিয়ন নাদাল ৬-৪, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে জিতেছেন। এই স্প্যানিয়ার্ড শেষ ষোলোতে জায়গা পেতে ইতালির লরেঞ্জো সোনেগোকে হারাতে হবে।
ম্যাচ জিতে নাদাল বলেন, ‘প্রতিটি দিনই একটি চ্যালেঞ্জ। প্রতিদিনই উন্নতি করার সুযোগ এবং আমার উন্নতি করা দরকার। চতুর্থ সেটটি একটি ভালোই লড়াই করতে হয়েছে।’
৩৬ বছর বয়সী বেরানকিসের বিরুদ্ধে ম্যাচে বেশ নিয়ন্ত্রণ ছিল নাদালের। ৩-০ তে এগিয়ে যাওয়ার আগে সেন্টার কোর্টের ছাদের জন্য খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচটি আবার শুরু হলে, তিনি ১৩তম টেক্কা মেরে ম্যাচ জিতে নেন।