চেলসির দারুণ জয়, সাউথাম্পটনে আটকে গেল ম্যান ইউ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/23/0_gettyimages-1335668086.jpg)
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে আটকে গেল তারা। ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।
অবশ্য রেড ডেভিলসরা শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল। কিন্তু খেলার ধারার বিপরীতে প্রথমে এগিয়ে যায় সাউথাম্পটন। ম্যান ইউ ফুটবলার ফ্রেডের আত্মঘাতী গোলে ৩০ মিনিটে এগিয়ে যায় তারা। গোলটি শোধ করতে অনক সময় লাগে ম্যান ইউর। ৫৫ মিনিটে গ্রিনউডের গোলে ম্যাচে ফিরে ইউনাইটেড।
অবশ্য বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সফল হননি পল পগবা। তাই সাউথাম্পটনের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
দিনের অন্য ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল চেলসি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হলেও শেষ পর্যন্ত উল্টো হয়েছে। চেলসি ২-০ গোলে সহজেই জিতে মাঠ ছাড়ে।
ম্যাচের ১৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি। দলকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। রেসি জেমস করেন দলটির পক্ষে দ্বিতীয় গোল।
ম্যাচে আর্সেনাল বেশ কয়েকটি সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি। তাই হেরেই মাঠ ছাড়তে তাদের।
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে উলভসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ব্রিজটন।