দারুণ কীর্তিতে পেলেকে ছাড়ালেন রোনালদো
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/15/pelecristiano-ronaldo-split-2019_1wq7ovk0pluen168kw0sqca120.jpg)
গতকাল রোববার রাতে ইতালিয়ান লিগে কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ৩-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। এই হ্যাটট্রিক করে রোনালদো টপকে গেলেন কিংবদন্তি পেলেকে। ক্লাব ও দেশ মিলে রোনালদোর গোলসংখ্যা এখন ৭৭০টি। আর পেলের ছিল ৭৬৭টি।
পেলেকে টপকানোর পর সামাজিক যোগাযোগমধ্যমে একটি পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, ‘বিশ্বে এমন কোনো ফুটবলার নেই, যিনি পেলের কথা জানেন না। তাঁর কৃতিত্ব, তাঁর খ্যাতি, প্রাপ্তি, গোলসংখ্যা— এই সব শুনতে শুনতেই তো সব ফুটবলারই বড় হন। তেমন আমিও হয়েছিলাম। আর সেই কারণেই বোধহয় আজ বড় আনন্দের দিন। পাশাপাশি গর্ববোধও হচ্ছে, আনুষ্ঠানিকভাবে গোলের হিসাবে নিজেকে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ জায়গায় দেখে। পেলের রেকর্ড ভাঙব, এমনটা স্বপ্নেও ভাবিনি। এমনকি মাদেইরায় আমি যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম, তখনও ভাবিনি এমন একটা দিন আসবে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/03/15/2.jpg 528w)
রোনালদো আরও লিখেছেন, ‘এই গল্পটা শেষ হতে এখনও অনেক দেরি। এখনও জুভেন্টাস এবং পর্তুগালের জার্সিতে অনেক কিছু জেতা বাকি রয়ে গেছে।’
অবশ্য গোলসংখ্যা নিয়ে একটি বিতর্ক রয়েছে। চেক প্রজাতন্ত্র বিশ্বাস করে, তাদের জোসেফ বিকান সর্বোচ্চ গোলদাতা। তিনি মোট ৮২১টি গোল করেছেন। এই রেকর্ড যদি ঠিক হয়, সে ক্ষেত্রে রোনালদোকে এখনও ৪২টি গোল করতে হবে। তবে পেলের রেকর্ড টপকে যাওয়ার জন্য রোনালদোকে অভিনন্দন জানাতে ভোলেননি ব্রাজিলীয় কিংবদন্তি। নিজের সঙ্গে রোনালদোর একটি ছবিও তিনি শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলে লিখেছেন, ‘এটা সবাই জানেন, তোমাকে আমি পছন্দ করি। তোমার খেলা দেখতেও খুব ভালবাসি। আনুষ্ঠানিকভাবে আমার গোলসংখ্যা পেরিয়ে যাওয়ার জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন। খারাপ লাগছে, এমন একটা দিনে তোমাকে জড়িয়ে অভিনন্দন জানাতে পারলাম না বলে।’