বাংলাদেশকে হারিয়ে আইসিসির সেরার লড়াইয়ে মহারাজ-সাইমন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার জয়ের বড় নায়ক কেশভ মহারাজ ও সাইমন হার্মার। টেস্টের পারফরম্যান্সে দুজনই ছিলেন উজ্জ্বল। তাইতো আইসিসির এপ্রিল মাসের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই প্রোটিয়া তারকা।
দুই প্রোটিয়া তারকার সঙ্গে এই তালিকায় আছেন ওমানের ওপেনার জাতিন্দার সিং। নারী বিভাগে এই তালিকায় আছেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অ্যালিসা হিলি। তাঁর সঙ্গে আছেন ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ইনিংস খেলা ন্যাট সিভার ও উগান্ডার অলরাউন্ডার জ্যানেট এমবাবাজি।
এপ্রিল মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৩টি উইকেট নিয়েছেন সাইমন। তাঁর সতীর্থ মহারাজ নেন ১৬ উইকেট। এ ছাড়া দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে তিনি খেলেন ৯৫ বলে ৮৪ রানের বড় ইনিংস। তাইতো দুই ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। এবার জায়গা করে নিলেন আইসিসির মাস সেরার তালিকায়।
অন্যদিকে জাতিন্দার সিং সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-চার ওয়ানডে খেলে ২৫৯ রান করেন,গড় ছিল ৮৬.৩৩।
২০২১ সাল মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার।