বাংলাদেশ-পাকিস্তান টেস্টের টিকেট পাওয়া যাবে ১০০ টাকায়

আগামী শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচেও দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। তবে সাগরিকায় ধারণক্ষমতার এক চতুর্থাংশেরও কম দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।
করোনা সতর্কতায় চট্টগ্রামের ২২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও ক্লাব হাউস (উত্তর) বন্ধ থাকবে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামের বুথে টিকেট পাওয়া যাবে।
ইস্টার্ন স্ট্যান্ড টিকেটের দাম ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা ও রুফ টপ হসপিটালিটির টিকেটের দাম ৫০০ টাকা।
১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। মাঠে ঢোকার সময় টিকার সার্টিফিকেট দেখাতে হবে। তবে ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট দেখানো লাগবে না।