বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় চুক্তির জন্য ২৪ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই পাঁচজন আছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরণের চুক্তিতে।
তামিম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম আছেন টেস্ট ও ওয়ানডের চুক্তিতে।
শুধুমাত্র টেস্টের চুক্তিতে আছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসেন।