রাজধানীতে বৃষ্টি, এ আর রহমানের কনসার্ট বিঘ্নিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/29/concert.jpg)
সারা দিনের তীব্র তাপদাহের পর রাজধানীতে আজ মঙ্গলবার সন্ধ্যার পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঘণ্টা খানেকের বৃষ্টিতে রাজধানীবাসীর মাঝে স্বস্তি ফিরলেও বিঘ্ন ঘটেছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের কনসার্টে।
জাতীয় সংগীতের মাধ্যমে মঙ্গলবার বিকেল ৫টার পর কনসার্ট শুরু হয়। এরপর দেশি ব্যান্ড মাইলসের হামীন আহমেদ এবং সংগীতশিল্পী মমতাজের পারফর্ম করার পর মাগরিবের নামাজের বিরতি দেওয়া হয়। সে মুহূর্তেই শুরু হয় বৃষ্টি। ৪০ মিনিটের বেশি সময় ধরে চলা বৃষ্টির বাগড়ায় কনসার্টের কার্যক্রম দেড় ঘণ্টার মতো পিছিয়ে যায়।
রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের কনসার্ট পুনরায় শুরুর প্রস্তুতি নিতে দেখা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কনসার্টে সশরীরে উপস্থিত থেকে উপভোগ করার কথা রয়েছে।
ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান কনসার্টস্থলে রয়েছেন। তিন ঘণ্টায় তাঁর ৩৫টি গান গাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাংলা ও হিন্দিতে বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন তিনি।