রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে ফিরলেন লুকাকু
ক্লাবের ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে বেলজিয়াম তারকা রোমেলু লুকাকুকে দলে ভেড়াল চেলসি। আগামী পাঁচ বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ফিরলেন লুকাকু।
এক বিবৃতিতে ক্লাবটির ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করা হয়েছে। যদিও ট্রান্সফার ফি নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি চেলসি। তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, লুকাকুর ট্রান্সফার মূল্য নয় কোটি ৭৫ লাখ পাউন্ড।
২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসির খেলোয়াড় ছিলেন লুকাকু। ২০১৪ সালে দুই কোটি ৮০ লাখ পাউন্ডে চেলসি ছেড়ে এভারটনে যোগ দিয়েছিলেন তিনি। সাত বছর পর রেকর্ড মূল্যে ঘরের ছেলেকে ফেরাল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে আবারও ফিরতে পেরে খুশি হয়েছেন লুকাকু নিজেও।
লুকাকু বলেন, ‘প্রথমে আমি এখানে এসেছিলাম অল্প বয়সে, যার অনেক কিছু শেখার ছিল। এখন ফিরে এলাম অনেক অভিজ্ঞ ও পরিপক্ক হয়ে। শৈশবে আমি চেলসিকে সমর্থন করতাম, আর এখন ফিরলাম দলটির অনেক শিরোপা জয়ে সাহায্য করতে। এ অনুভূতি অসাধারণ।’
২০১৭ সালের জুলাইয়ে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। সেখান থেকে সাত কোটি ৪০ লাখ পাউন্ডে ২০১৯ সালের গ্রীষ্মে যোগ দেন ইন্টার মিলানে। এবার চেলসিতে ফিরলেন নয় কোটি ৭৫ লাখ পাউন্ডে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে লুকাকুকে পেতে ক্লাবগুলোর মোট খরচ ২৯ কোটি পাউন্ড। ফুটবলের ইতিহাসে কোনো এক খেলোয়াড়ের সবচেয়ে বেশি মূল্য এটি।