রোলাঁ গারোয় আবার শিরোপার উল্লাস সিওনতেকের
ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে ইতিহাস হতে পারে, এমনটা ধারণা করেছিলেন অনেকে। না, শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে সাফল্য পেলেন না যুক্তরাষ্ট্রের কোকো গফ। নারী এককের শিরোপা জিতলেন ইগা সিওনতেক।
আজ শনিবার রোলাঁ গারোয়া নারী এককের ফাইনালে সরাসরি সেটে জিতে শিরোপার উল্লাস করেন সিওনতেক। বিশ্বের এক নম্বর তারকা ৬-১, ৬-৩ গেমে জিতেছেন। ম্যাচে প্রতিপক্ষকে মোটেও দাঁড়াতে দেননি পোল্যান্ডের এই তারকা।
এর আগে ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সিওনতেক। সেবার তিনি সোফিয়া কেনিনকে হারিয়ে প্রথম সাফল্য পেয়েছিলেন। এবার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন একই জায়গায়। কিন্তু প্রতিপক্ষ আরেকজন। যিনি ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন।
যুক্তরাষ্ট্রের এই তারকা পুরো টুর্নামেন্টে যে চমক দেখিয়েছেন, ফাইনালে তা মোটেও পারেননি। বলা যায় সহজেই হেরেছেন।
অবশ্য সিওনতেক গত ফেব্রুয়ারি থেকে কোনো ম্যাচে হারেননি। টানা ৩৫টি ম্যাচে জিতেছেন। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের যুগ্ম রেকর্ড এটি। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ভেনাস উইলিয়ামসের রেকর্ড ছুঁয়ে ফেলেন। আর একটি ম্যাচ জিতলেই ভেনাসকে টপকে যাবেন সিওনতেক।