লিগে শীর্ষে উঠে গেল বার্য়ান
বুন্দেসলিগার অন্যতম সেরা ম্যাচ হিসেবে ধরা হয় বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের লড়াই। এই ম্যাচ জিতলেই শীর্ষে উঠে যাবে, এমন পরিস্থিতিতে লড়াইয়ে নামে দুই দল।
রবার্ট লেভানদোভস্কি ও আর্লিং হ্যালান্ডের দ্বৈরথের সাক্ষী থাকলেন সমর্থকরা । শেষ মুহূর্তে অভিজ্ঞতায় হ্যালান্ডকে হারিয়ে শেষ হাসি হাসলেন লেভানদোভস্কি। নরওয়ের স্ট্রাইকারের জোড়া গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারল না ডর্টমুন্ড। পাল্টা পোলিশ স্ট্রাইকারের হ্যাটট্রিকে ঘরের মাঠে ডর্টমুন্ডকে ৪-২ গোল দিল বায়ার্ন মিউমিখ। ফলে লিপজিগকে টপকে ফের বুন্দেসলিগার শীর্ষে উঠে গেলো বায়ার্ন।
প্রথম ১০ মিনিটেই দুই গোল হয়ে যায় ম্যাচে। এরিনায় হ্যালান্ড ঝড় তোলেন। প্রথম গোল ম্যাচের দুমিনিটে। বক্সের বাইরে থেকে হ্যালান্ডের বাঁ-পায়ের শট বোয়েতাংয়ের পায়ে প্রতিহত হয়ে ঢুকে যায় গোলে। ম্যাচের নয় মিনিটে হ্যালান্ডের দ্বিতীয় গোল।
দুই গোলে পিছিয়ে পড়ে জোরালোভাবেই আক্রমণে আসতে থাকেন বাভারিয়ানরা। ২৬ মিনিটে গোল করে ২-১ করেন লেভানদোভস্কি। বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় বায়ার্ন । বক্সের মধ্যে কোম্যানকে ডর্টমুন্ডের ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন লেভান। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন হ্যালান্ড। পেশির টানে মাঠ ছাড়তে হয় বোয়েতাংকেও। দ্বিতীয়ার্ধে টপ অফ দ্য বক্স থেকে গোরেতস্কার ভলি জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বায়ার্ন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফের লেভানের গোলে ডর্টমুন্ডের বিরুদ্ধে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।