লো স্কোরিং ম্যাচে দিল্লির জয়ের হাসি

ক্রমাগত ব্যর্থতায় সবাই যখন দিল্লির শেষ দেখে ফেলছিল, তখনই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ালো তারা। টানা পাঁচ হারের ব্যর্থতার পর পেল টানা দ্বিতীয় জয়ের দেখা।
আইপিএলে সোমবার (২৪ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে দিল্লি। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হায়দরাবাদ থামে ১৩৭ রানে।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু ইনিংসের প্রথম ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হন ফিল সল্ট। তাকে তুলে নেন ভুবনেশ্বর কুমার। আরেক ওপেনার ওয়ার্নারও বেশিদূর নিয়ে যেতে পারেননি নিজের ইনিংসটাকে। ২০ বলে ২১ রান করে ওয়াশিংটন সুন্দরের শিকারে পরিণত হন তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো দিল্লির ইনিংস দাঁড়ায় কয়েকটি ছোট ছোট ইনিংসের সম্মিলনে। মিচেল মার্শ খেলেন ১৫ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস। ২৭ বলে ৩৪ রান করে রানআউটে কাটা পড়েন মনীষ পান্ডে। টেলএন্ডার হিসেবে অক্ষর প্যাটেল খেলেন মন্থর তবে গুরুত্বপূর্ণ ইনিংস। তার ৩৪ বলে ৩৪ রান দিল্লিকে শেষ পর্যন্ত এনে দেয় ১৪৪ রানের সংগ্রহ।
হায়দরাবাদের পক্ষে ৩ উইকেট শিকার করেন সুন্দর। ভুবনেশ্বর পান ২ টি উইকেট।
মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদকে ওপেনিং জুটিতে ৩১ রান এনে দেন মায়াঙ্ক আগারওয়াল। ব্রুক ৭ রান করে সাজঘরে ফেরেন। অক্ষর প্যাটেলের বলে আউট হওয়ার আগে আগারওয়াল করেন ৩৯ বলে ৪৯ রান। এতে জয়ের সুবাস পেতে শুরু করে স্বাগতিক হায়দরাবাদ। ১৯ বলে ৩১ রান করে বিপজ্জনক হয়ে ওঠা হেনরি ক্লাসেনকে ফেরান এনরিখ নরকিয়া। এরপরই মূলত ভেঙে যায় হায়দরাবাদের প্রতিরোধ। সুন্দরের ১৫ বলে অপরাজিত ২৪ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত থামতে হয় ১৩৭ রানে। কাছাকাছি গিয়েও হার মানে ৭ রানে।
দিল্লির হয়ে ২ টি করে উইকেট পান এনরিখ নরকিয়া ও অক্ষর প্যাটেল।
এই জয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে থাকলেও টানা দুই জয়ে ৭ ম্যাচে দিল্লির সংগ্রহ ৪ পয়েন্ট। ৭ ম্যাচে হায়দরাবাদের পয়েন্টও ৪। দিল্লির চেয়ে রানরেটে এগিয়ে থেকে তারা আছে ৯ নম্বরে।