সাকিব-মুস্তাফিজের অন্যরকম ঈদ

ভারতে করোনার ভয়াবহতার কারণে স্থগিত হয়ে যায় আইপিএল। তাই দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ভারত থেকে ফেরায় ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাঁদের। তাই ঈদের দিনও হোটেলকক্ষে থাকতে হচ্ছে দুই তারকা ক্রিকেটারকে।
দুজনের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ২১ মে। দুজন আলাদা হোটেলে থাকছেন। এর মধ্যে স্ত্রীকে নিয়ে হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে আছেন মুস্তাফিজ। আর সাকিব ফোর পয়েন্টস বাই শেরাটনে কোয়ারেন্টাইনে থাকছেন একা।
অবশ্য ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি মুস্তাফিজ। হোটেল থেকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।’
নিজের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’
গত ৮ মে দেশে ফিরেন সাকিব আল হাসান ও মুস্তাফিজ। দেশে ফিরে তারা হোটেলে চলে যান। এরই মধ্যে দুবার কোরনা পরীক্ষা হয়েছে তাঁদের। দুবারই নেগেটিভ এসেছে।